
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠান হাইকেয়ার স্কুলের দুই শিক্ষার্থীকে বিনামূল্যে শ্রবণ যন্ত্র দিয়েছে ইনার হুইল ক্লাব ধানমন্ডি। দুই শিক্ষার্থী হলেন, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাফায়েত আহমেদ ইফাদ ও পঞ্চম শ্রেণীর ফাতেমা জাহান আলিফা।
গতকাল মঙ্গলবার (৪ মার্চ) ইনার হুইল ক্লাব ধানমন্ডির উদ্যোগে স্কুল পরিদর্শন দুই শিক্ষার্থীকে দুইটি শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়। ইনার হুইল ক্লাব টিমে ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮ এর ভাইস চেয়ারম্যান (২) শামীম খন্দকার, ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট মিসেস ফারহানা আবেদিন টুম্পা সেক্রেটারি মিসেস নাজনিন নাহার, সদস্য মিসেস কানিজ ফাতেমা।
শামীম খন্দকার বলেন, কমিউনিটি সার্ভিসের আওতায় তাদের ক্লাব সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন, বেকারত্ব নিরসন, পরিবেশ, শিক্ষা জনস্বাস্থ্য ও প্রতিবন্ধীদের সেবায় তাদের সামর্থ্য অনুযায়ী জনসেবা অব্যাহত রেখে চলেছে।
অনুষ্ঠানে মিসেস ফারহানা আবেদিন টুম্পা বলেন, ইনার হুইল ক্লাব সবসময়ই সমাজের ভিন্ন ভিন্ন সামাজিক উদ্যোগের শুভ কাজের সাথে জড়িত তারই ধারাবাহিকতায় আমরা হাইকেয়ার স্কুলে বিশেষায়িত শিশুদের শ্রবণ যন্ত্র বিতরণ করতে এসেছি।
অনুষ্ঠানে হাইকেয়ার সোসাইটির মহাসচিব তারিকুল ইসলাম খান বলেন, সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
হাইকেয়ার স্কুল ঢাকার অধ্যক্ষ রওশন আরা বলেন, শিক্ষার্থীরা শ্রবণ যন্ত্র পেয়ে দারুন খুশি ও উচ্ছ্বসিত।