১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ 

বিশাল বাংলা

‘বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি’ পরিচয়ে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৪ 

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ৭ মার্চ ২০২৫

‘বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি’ পরিচয়ে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৪ 

‘বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি’ পরিচয়ে এক গার্মেন্ট কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে চট্টগ্রামে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নাজমুল আবেদীন (২২), নইমুল আমিন ইমন (২২), আরাফাত হোসেন ফাহিম (২২) ও রিসতি বিন ইউসুফ (২৩)।

বৃহস্পতিবার রাতে নগরীর আকবর শাহ থানার কাট্টলী ও সিডিএ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে ওই তরুণরা সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে প্যাসিফিক জিন্সের কর্মকর্তা আবেদীন আল মামুন ও তার ব্যক্তিগত গাড়ি চালককে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করে নিয়ে যায়।

পতেঙ্গা, কর্নেল হাট জোন্স রোডসহ বিভিন্ন স্থানে ঘুরিয়ে মামুনের স্ত্রীর কাছ থেকে পাঁচ লাখ নগদ এবং ১৫ লাখ টাকার চেক আদায় করে। পরে তাদের ইম্পেরিয়াল হসপিটালের কাছে ছেড়ে দিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খবর পেয়ে আবেদীন আল মামুন ও তার চালককে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই নিজ নিজ বাসা থেকে জড়িতদের গ্রেপ্তার করা হয়।

এছাড়া ইমনের বাসা থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা পাঁচ লাখ উদ্ধার করা হয়।