০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ 

বিশাল বাংলা

যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ৩

বাংলাওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ১৯ মার্চ ২০২৫

যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ৩

যশোরের ঝিকরগাছা উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বাবা-মেয়েসহ তিন ভ্যান আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার নবীবনর মোল্লা ফিলিং স্টেশনের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান রিপন জানান।

নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বামনআলী গ্রামের হাসান ইকবল (৩২), তার মেয়ে রত্না খাতুন (১১) ও গদখালী জিয়ালাপাড়া গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০)।

আহতরা হলেন- নিহত হাসানের স্ত্রী হালিমা খাতুন (৩০) ও পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামের বাসিন্দা ভ্যান চালক বাবলু মিয়া (৩৫)।

ওসি রোকনুজ্জামান বলেন, ভ্যানটি যাত্রী নিয়ে শার্শায় যাচ্ছিল। পথে যশোর অভিমুখী একটি অ্যাম্বুলেন্স ভ্যানটিকে সামনে থেকে জোরে ধাক্কা দেয়। পরে আহতদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।