০৪ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ 

বিশাল বাংলা

সাতক্ষীরায় ‘বিষাক্ত মদপানে’ মৃত ৩, হাসপাতালে ১৫

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ২ এপ্রিল ২০২৫

সাতক্ষীরায় ‘বিষাক্ত মদপানে’ মৃত ৩, হাসপাতালে ১৫

সাতক্ষীরায় ‘বিষাক্ত মদপানে’ তিনজনের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আহত আরও অন্তত ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। 

নিহতরা হলেন- আশাশুনি উপজেলার তেঁতুলিয়া গ্রামের ফরহাদ গাজীর ছেলে নাজমুল হোসেন (৩৫), জাফর সরদারের ছেলে টিটু খান (৩৮) এবং মোকামখালি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন (২৫)।

ঈদের রাতে মদপানে অসুস্থ হওয়ার পর মঙ্গলবার ভোর থেকেই তারা আশাশুনি ও সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে থাকেন। বুধবার তিনজনের মৃত্যু হয়েছে বলে জানান আশাশুনি থানার ওসি নোমান হোসেন।

স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, ঈদের রাতে কাদাকাটি বাজার সংলগ্ন তেঁতুলিয়া বাজারের পাশে বন্ধুরা মিলে মদপান করে। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে।

ভোর থেকে সবাইকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) প্রসুন কুমার বলেন, “আমার এখানে একজন মারা গেছেন। বাকিরা সাতক্ষীরাসহ বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।”

আশাশুনি থানার ওসি নোমান হোসেন জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। তারা বিষাক্ত মদ খেয়ে মারা গেছেন বলে পরিবার জানিয়েছে।