২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

বিশাল বাংলা

ঝিনাইদহে বুদ্ধিজীবী দিবসে শিশু-কিশোর ও লেখক আড্ডা

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ১৫ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহে বুদ্ধিজীবী দিবসে শিশু-কিশোর ও লেখক আড্ডা

শহীদ বুদ্ধিজীবী দিবসে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় অবস্থিত গোলকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘গোলাম রসুল স্মৃতি পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হলো শিশু-কিশোর ও লেখক আড্ডা। এছাড়াও ছিল বই ও পত্র-পত্রিকা প্রদর্শনী।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বই পড়ার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের ভূমিকা, জাতি গঠনে সংস্কৃতি ও পাঠাগারের ভূমিকা নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

শিক্ষার্থীরাও তাদের জানা-অজানা বিষয়গুলোতে অংশগ্রহণ করেন। এরপর লেখক আড্ডায় আমন্ত্রিত কবি- লেখকেরা নিজেদের লেখালেখির যাপনকথা শ্রোতাদের সামনে তুলে ধরেন। তারা জানান, লেখকের কলম কথা বলবে দেশ-সেবক হিসেবে, শোষণের বিরুদ্ধ এবং মানবতার স্বপক্ষে। এই সার্বজনীনতা রবীন্দ্রনাথের মধ্যে ছিল বলেই তিনি বিশ্বকবি হয়ে উঠতে পেরেছিলেন।

সবশেষে গোলাম রসুল স্মৃতি পাঠাগার ও লালনের আখড়া হিসাবে পরিচিত চর-চড়িয়া পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান পরিচালনা করেন গোলাম রসুল স্মৃতি পাঠাগারের কর্ণধার এবং কবি ও লোকগবেষক বঙ্গ রাখাল।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শামীম রেজা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. মো. এরশাদুল হক, কবি ও সম্পাদক (লেখমালা) মামুন মুস্তাফা, কবি ও গীতিকার ননীগোপাল বিশ্বাস, কবি সামসুজ্জামান লাভলু, গোলকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মোকাদ্দেস হোসেন, কবি হাসানুজ্জামান, বায়েজিদ চাষা, সজল রায়, মো. আবুল হাসনাত হাবিবুল্লাহ, বাচিকশিল্পী মাজেদ রহমানসহ আরও অনেকে।