১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ 

বিশাল বাংলা

৪২ কেজি ওজনের পদ্মার বাগাইড় বিক্রি ৭৫ হাজারে

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৬, ২০ জানুয়ারি ২০২৫

৪২ কেজি ওজনের পদ্মার বাগাইড় বিক্রি ৭৫ হাজারে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বাঘাইড়। মাছটি পরে ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার দুপুরে পদ্মা নদীতে মানিকগঞ্জের জেলে ধোলাই হালদারের জালে মাছটি আটকা পড়ে বলে জানান দৌলতদিয়ার স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

তিনি বলেন, মানিকগঞ্জের জেলে ধোলাই হালদারের জালে মাছটি আটকা পড়ে। দুপুরে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি নিয়ে এলে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৭১ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নিই। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে।