১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ 

আইন আদালত

মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ট্রাইব্যুনালে হাজির জেড আই খান পান্না

বাংলাওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ট্রাইব্যুনালে হাজির জেড আই খান পান্না


সামাজিক যোগাযোগমাধ্যমে আজ মঙ্গলবার সকালে খবর রটে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না মারা গেছেন। তবে সেই খবর রটনার কিছুক্ষণ পরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি করতে হাজির হন তিনি।

শুনানিতে জেড আই খান পান্না বলেন, ‘আমি হাসপাতাল থেকে এসেছি। আজ সকালে সামাজিক মাধ্যমে আমার মৃত্যুর খবর রটানো হয়েছে। আমি চাই যাতে স্বাভাবিক মৃত্যু হয়। ইমানের সঙ্গে যেন মৃত্যু হয়। আমার বাসায় হুমকি আসে। যদি ট্রাইব্যুনালের কিছু করার থাকে, আশা করি সেটি দেখবেন।’

জেড আই খান পান্না শুনানিতে বলেন, ‘আপনারা বাধ্য করছেন লর্ডশিপ বলতে। আমার লর্ডশিপ একজন। মানুষ মানুষের প্রভু হতে পারে না।’ এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘আমরা সব পরিবর্তন করেছি, কেন মাইলর্ড পরিবর্তন হবে না। আমি ব্যক্তিগতভাবে এটি পছন্দ করি না। আপনারা বিকল্প যেকোনো শব্দ ব্যবহার করতে পারেন।’