১০ জানুয়ারি ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ 

আইন আদালত

৬ মামলায় জামিনের পর মুক্ত সাবের হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২১:৫২, ৮ অক্টোবর ২০২৪

৬ মামলায় জামিনের পর মুক্ত সাবের হোসেন চৌধুরী

হত্যা মামলায় রিমান্ডে পাঠানোর পরদিনই ছয় মামলায় জামিন পেয়েছেন সাবেক আওয়ামী লীগ সরকারের পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এর এক ঘণ্টার মধ্যেই তাকে মুক্তি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে শুনানি করে সাবেক এই এমপিকে ছয় মামলায় জামিন দেন ঢাকা মহানগরের দুইজন হাকিম। সন্ধ্যায় আদালতের হাজতখানা থেকেই তাকে মুক্তি দেওয়া হয়।

সে সময় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলেও সাবের হোসেন কোনো উত্তর দেননি। তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন পাশ থেকে শুধু বলেন, “উনি অসুস্থ”। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালো রঙের একটি গাড়িতে করে সাবের আদালত এলাকা ছাড়েন।

একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারপতনের পর আওয়ামী লীগের যে মন্ত্রী-এমপিদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে সাবের হোসেনই জামিন পেলেন। আর এমন ত্বরিৎ গতিতে মুক্তি দেওয়ার ঘটনাও বিরল।”

ঢাকা-৯ আসনের সাবেক এমপি সাবের হোসেনকে গত রোববার রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সবশেষ মন্ত্রিসভায় তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ছিলেন।