১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ 

শিক্ষা

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ১৭:৪৮, ১০ মার্চ ২০২৫

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন।

গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ড.  এম আমিনুল ইসলাম। 

বলেন, আমি আমার ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি৷

সরকারের চাপে পদত্যাগ করেছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমি এসব বিষয়ে কিছুই বলতে চাই না৷

পদত্যাগ করে বড় কোন দায়িত্ব নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়েও আমি কিছু বলতে চাচ্ছি না৷ আমি পদত্যাগ করলেও কোন না কোনভাবে শিক্ষার সঙ্গেই থাকব৷

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, সরকারের চাওয়া অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন।

এর আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলে নিজেই ফেসবুকে জানিয়েছিলেন।

তাঁর শিক্ষা উপদেষ্টার হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে পরে ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেন। এর আগে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা উপদেষ্টার দায়িত্বও সামলাচ্ছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর সাত মাসে উপদেষ্টা পরিষদে কয়েক দফা পরিবর্তন এসেছে, যোগ হয়েছে নতুন মুখ। ২২ জন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বর্তমানে সরকার চালাচ্ছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা গত নভেম্বরে প্রতিমন্ত্রীর মর্যাদায় যে তিনজনকে বিশেষ সহকারীর দায়িত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে অধ্যাপক আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহযোগিতার দায়িত্বে ছিলেন।