২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ 

শিক্ষা

ঢাকা কলেজ ম্যানেজমেন্ট এলামনাই অ্যাসোসিয়েশনে

পুনর্মিলনীর রেজিস্ট্রেশন চলছে

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ২৪ নভেম্বর ২০২৪

পুনর্মিলনীর রেজিস্ট্রেশন চলছে

ঢাকা কলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর এলামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে আয়োজিত পুনর্মিলনীর রেজিস্টেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। এতে

অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

রেজিস্ট্রেশন ফি পাঠানো যাবে 01859300299 নম্বরে (বিকাশ/নগদ/রকেট)। অথবা ডাচ বাংলা ব্যাংকেও। যার হিসাব নং- 275 157 0029631(দেলোয়ার), শাখা: নিউ মার্কেট।

রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে অনলাইনে ফরম ফিলাপ করতে হবে। Registration Link-

https://forms.gle/bGW7mgJFfYqDzzUn9

এরপর আপনার পেমেন্ট স্লিপের ছবি 01859300299 (what's app বা Imo বা এলামনাই পেইজে মেসেজ দিতে হবে।

যোগাযোগ: মাহবুব: 01913-096249, মো: মমিন 01712025516, দেলোয়ার 01912305303।

আয়োজকেরা জানান, আসন্ন পুনর্মিলনী নানা ধরণের ইভেন্ট থাকবে। যা একত্রে ক্যাম্পাস জীবনের স্মৃতি রোমন্থন, পুনরায় সংযোগ এবং আমাদের যৌথ যাত্রাকে উদযাপন করার দারুণ সুযোগ হতে পারে।

তারা আরও জানান, পুনর্মিলনী থাকছে সার্টিফিকেট, ক্রেস্ট, সবার জন্য আকর্ষণীয় গিফট, টিভি সহ দশটি আকর্ষণীয় র্যাফেল ড্র পুরস্কার, আনলিমিটেড খাওয়া-দাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Page link-

https://www.facebook.com/profile.php?id=61567335793625&mibextid=ZbWKwL