২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

শিক্ষা

স্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ০০:০৪, ৯ ডিসেম্বর ২০২৪

স্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির তারিখ পরিবর্তন হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ লটারি আয়োজন করা হতে পারে।

আজ রোববার আজকের পত্রিকাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানান। তিনি বলেন, লটারি আয়োজনের তারিখ পরিবর্তন হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর ভর্তির লটারি আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন।

গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। আগামী ১২ ডিসেম্বর এ লটারি হওয়ার কথা ছিল।

মাউশি সূত্র বলছে, সারা দেশের সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ভর্তিতে নির্ধারিত আসনের ৬ গুণের বেশি আবেদন জমা পড়েছে। আর বেসরকারি বিদ্যালয়ে জমা পড়েছে মাত্র সাড়ে ৩৪ শতাংশ আবেদন।

সূত্র বলছে, সরকারি স্কুলগুলোতে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দ করতে পেরেছে। এই হিসাবে তারা মোট পছন্দ দিয়েছে ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি স্কুল।

আর মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি স্কুলগুলোতে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন। এই হিসাবে মোট পছন্দ দিয়েছে ৬ লাখ ২৮ হাজার ৪ জন।

সরকারি এবং মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি মোট ৩ হাজার ৮৭৮টি বিদ্যালয়ে ১১ লাখ ১৬ হাজার ৩৮৯টি শূন্য আসন রয়েছে।