১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ 

শিক্ষা

৬৫ কলেজে পাস করেনি কেউ 

এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ১৩:৩৬, ১৫ অক্টোবর ২০২৪

৬৫ কলেজে পাস করেনি কেউ 

প্রতীকী ছবি

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছরে পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৪ শতাংশ। বেড়েছে শূন্য পাশ কলেজের সংখ্যাও।

এবার দেশের ৬৫টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কেউ পাস করতে পারেননি। গত বছর শূন্য পাস করা কলেজের সংখ্যা ছিল ৪২টি। সেই হিসাবে এবার শূন্য পাস কলেজের সংখ্যা বেড়েছে ২৩টি। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব শিক্ষা বোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, সেখান থেকে এসব তথ্য জানা গেছে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হার ৭৭ দশমিক ৭৮। আর এইচএসসির ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এ বছর পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ। তবে গতবছরের চেয়ে এ বছর ৪ দশমিক ৩৪ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে।

এবার এইচএসসি ও সমমানের সব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিছু বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে। বাতিল পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণ করা হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে (বিষয় ম্যাপিং করে)। এ পদ্ধতি অনুসরণ করে ফলাফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো।

এক নজরে

# এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়।

# তাদের মধ্যে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন পাস করেছে। সার্বিক পাসের হার ৭৭.৭৮%।

# নয় সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৫৬%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন।

# মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৩.৪০ %, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৬১৩ জন।

# কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.০৯%, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯২২ জন।

# সার্বিকভাবে ছাত্রদের মধ্যে পাসের হার ৭৫.৬১%, ছাত্রীদের মধ্যে পাস করেছে ৭৯.৯৫%।

# জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৪ হাজার ৯৮৭ জন ছাত্র এবং ৮০ হাজার ৯৩৩ জন ছাত্রী।

 

বোর্ড

পাস (%)

জিপিএ-৫ (জন)

পাস (%)

জিপিএ-৫ (জন)

পাস (%)

জিপিএ-৫ (জন)

পাস (%)

জিপিএ-৫ (জন)

পাস (%)

জিপিএ-৫ (জন)

 

২০২৪

 

২০২৩

 

২০২২

 

২০২১

 

২০২০

 

ঢাকা

৭৯.২১

৪৮,৫৪৮

৭৯.৪৪

৩১,৭৫২

৮৭.৮৩

৬২,৪২১

৯৬.২০

৫৯,২৩৩

১০০

৫৭,৯২৬

রাজশাহী

৮১.২৪

২৪,৯০২

৭৮.৪৬

১১,২৫৮

৮১.৬০

২১,৮৫৫

৯৭.২৯

৩২,৮০০

১০০

২৬,৫৬৮

কুমিল্লা

৭১.১৫

৭,৯২২

৭৫.৩৯

৫,৬৫৫

৯০.৭২

১৪,৯৯১

৯৭.৪৯

১৪,১৫৩

১০০

৯,৩৬৪

যশোর

৬৪.২৯

৯,৭৪৯

৬৯.৮৮

৮,১২২

৮৩.৯৫

১৮,৭০৩

৯৮.১১

২০,৮৭৮

১০০

১২,৮৯২

চট্টগ্রাম

৭০.৩২

১০,২৬৯

৭৪.৪৫

৬,৩৩৯

৮০.৫০

১২,৬৭০

৮৯.৩৯

১৩,৭২০

১০০

১২,১৪৩

বরিশাল

৮১.৮৫

৪,১৬৭

৮০.৬৫

৩,৯৯৩

৮৬.৯৫

৭,৩৮৬

৯৫.৭৬

৯,৯৭১

১০০

৫,৫৬৮

সিলেট

৮৫.৩৯

৬,৬৯৮

৭১.৬২

১,৬৯৯

৮১.৪০

৪,৮৭১

৯৪.৮০

৪,৭৩১

১০০

৪,২৪২

দিনাজপুর

৭৭.৫৬

১৪,২৯৫

৭৪.৪৮

৬,৪৫৯

৭৯.০৮

১১,৮৩০

৯২.৪৩

১৫,৩৪৯

১০০

১৪,৮৭১

ময়মনসিংহ

৬৩.২২

৪,৮২৬

৭০.৪৪

৩,২৪৪

৮০.৩২

৫,০২৮

৯৫.৭১

৭,৬৮৭

১০০

১০,০৪০

মাদ্রাসা

৯৩.৪০

৯,৬১৩

৯০.৭৫

৭,০৯৭

৯২.৫৬

৯,৪২৩

৯৫.৪৯

৪,৮৭২

১০০

৪,০৪৮

কারিগরি

৮৮.০৯

৪,৯২২

৯১.২৫

৬,৯৭৭

৯৪.৪১

৭,১০৪

৯২.৮৫

৫,৭৭৫

১০০

৪,১৪৫

মোট

৭৭.৭৮

১,৪৫,৯১১

৭৮.৬৪

৯২,৫৯৫

৮৫.৯৫

১,৭৬,২৮২

৯৫.২৬

১,৮৯,১৬৯

১০০

১,৬১,৮০৭