শূন্য পদে বদলির সুযোগ সৃষ্টি করে নীতিমালা জারি করায় শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের সংগঠন বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ।
আজ রোববার সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সাল থেকে শূন্য পদে বদলির জন্য ৩২ বার এনটিআরসিএ এর সামনে, প্রেসক্লাবের সামনে, মাতৃভাষা ইনস্টিটিউটে, শাহবাগে, জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে, শিক্ষা মন্ত্রণালয়ের সামনে, শূন্য পদে বদলির জন্য মানববন্ধন, অবস্থান ও অনশন কর্মসূচি পালন করে গত আওয়ামী লীগ আমলে পারস্পরিক বদলির প্রজ্ঞাপন জারি করেছিলেন যা দিয়ে ১ শতাংশ শিক্ষকও উপকৃত হত না।
আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে নানা কর্মসূচি পালন এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পরে নানা চড়াই-উতরাই পেরিয়ে গত ১৯ ডিসেম্বর পরিপত্র জারি করে। বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের কাঙ্খিত চাওয়া শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারি করায় শিক্ষা উপদেষ্টা এবং বদলির সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বদলির প্রজ্ঞাপনের কিছু অসংগতি রয়েছে যেটা সংশোধন করার জোর দাবি জানাচ্ছি।
আরও বলা হয়, বিশেষ করে নারী শিক্ষকরা স্বামীর কর্মস্থল এবং স্বামীর নিজ জেলায় যাওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি, প্রতিষ্ঠান থেকে একের অধিক শিক্ষকদের বদলি সুযোগ দেওয়া, সেই সঙ্গে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পূর্বে বদলির গণবিজ্ঞপ্তি প্রকাশ।