বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। আর সরকারি মাদ্রাসা ই আলিয়ার সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ খান রানা সদস্যসচিব ও মাউশির উপপরিচালক (কলেজ-২) মো. নওসের আলী সদস্য (অর্থ) নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের বিদায়ী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজিব উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কলেজ অডিটোরিয়ামে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন-এর জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাডার সদস্যদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এতে অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল আহ্বায়ক এবং সরকারি মাদ্রাসা ই আলিয়ার সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ খান রানা সদস্যসচিব ও মাউশির উপপরিচালক (কলেজ-২) মো. নওসের আলী সদস্য (অর্থ) নির্বাচিত হন।