১৪ জানুয়ারি ২০২৫ , ৩০ পৌষ ১৪৩১ 

শিক্ষা

কুবির ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

বাংলাওয়াচ ডেস্ক

প্রকাশিত: ০১:০২, ১৪ জানুয়ারি ২০২৫

কুবির ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। সোমবার বিকেল ৫ টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা।

মোহাম্মদ জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার নামে একটি মামলাও রয়েছে। ওই মামলায় ১১ নম্বর আসামি তিনি। এছাড়াও বিগত সরকারের আমলে শিক্ষকদের মারতে তেড়ে যাওয়া, নথি জালিয়াতিসহ আরও কয়েকটি কারণে গত বছরের ৫ই জুন বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেটে তাকে চাকরি থেকে ওএসডি করা হয়।

শিক্ষার্থী হান্নান রহিম বলেন, আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেজন্য তার নামে একটি মামলাও দেয়া হয়েছে। এছাড়া বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় প্রভাব খাটায়ে বিভিন্ন সময়ে শিক্ষক-কর্মকর্তাদের তিনি লাঞ্চিত করেছেন। শিক্ষকদেরকে মারতেও তেড়ে গেছেন। সবমিলে তাকে নিয়ে অনেক অভিযোগই ছিলো, যার প্রেক্ষিতে আজকে আমরা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করি।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই লিটন চাকমা বলেন, ডিবি (পুলিশের গোয়েন্দা শাখা) থেকে আমাদের বলা হয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য। তবে কোন মামলায় আটক করা হয়েছে আমরা তা বলতে পারব না। তাকে ডিবিতে হস্তান্তর করা হবে।