১৩ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ 

শিক্ষা

সরকারের বিরুদ্ধে অপপ্রচার-প্রোপাগান্ডা-গুজবে জড়িত হলে ব্যবস্থা: মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ১৯:৫৫, ২০ জানুয়ারি ২০২৫

সরকারের বিরুদ্ধে অপপ্রচার-প্রোপাগান্ডা-গুজবে জড়িত হলে ব্যবস্থা: মাউশি

সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজবের সঙ্গে জড়িত শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষার্থীর সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (‍মাউশি)।

মাউশির পরিচালক (মনিটরিং ও ইভ্যালুয়েশন উইং) অধ্যাপক মোহা. আবেদ নোমানী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়। গত ২ জানুয়ারি স্বাক্ষরিত অফিস আদেশটি সম্প্রতি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

অফিস আদেশে বলা হয়, বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও তৎপর থাকার সিদ্ধান্ত হয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর-সংস্থার মাসিক সমন্বয় সভায়।

আরও বলা হয়, বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজব ইত্যাদি বিষয়ে সঙ্গে কোন শিক্ষাপ্রতিষ্ঠান বা কোন শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো নির্দেশনার অনুলিপি মাঠ পর্যায়ের সব শিক্ষা কর্মকর্তা, সরকারি-বেসরকারি কলেজগুলোর অধ্যক্ষ ও সরকারি-বেসরকারি স্কুলগুলোর প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।