আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘চীনের প্রেসিডেন্ট সি আমাকে সম্মান করেন কারণ তিনি জানেন আমি উন্মাদ।’ মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হোয়াইট হাউসে ফিরে আসলে চীন তাকে উত্তেজিত করার সাহস পাবে না কারণ প্রেসিডেন্ট শি চিনপিং জানেন রিপাবলিকান ট্রাম্প ‘পাগল’।
আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীন যদি তাইওয়ান অবরোধ করতে চাইলে তিনি দেশটির ওপর কড়া শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি বলব, আপনি যদি তাইওয়ান দখল করতে যান—তবে আমি এটি করার জন্য দুঃখিত, আমি আপনার ওপর ১৫০ থেকে ২০০ শতাংশ কর আরোপ করতে যাচ্ছি।’