১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ 

বিদেশ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর পেছাল

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর পেছাল

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফর পেছানোর কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার ঢাকা সফরের কথা ছিল চলতি মাসে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “আমরা এখনও তারিখ ঠিক করিনি উনি কবে আসবেন। তবে আমরা ধরে নিচ্ছি যে উনি আসবেন। কিন্তু তারিখ এখনও ঠিক হয়নি। একটু সময় লাগবে।

“কী কী বিষয়ে আলোচনা হবে তা তারিখ কাছাকাছি এলে আপনাদের বলতে পারব। আমার অনুমান, উনি এপ্রিল মাস বা এই রকম কোনো এক সময়ে আসবেন, তার আগে নয়। কাজেই, এখনও প্রচুর সময় আছে, সেটা আমরা দেখব।”

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে উদ্ধৃত করে গত মাসে দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন খবর দিয়েছিল, ফেব্রুয়ারিতে ঢাকা আসবেন তিনি।

সম্ভাব্য এই সফরকে দুই দেশের সম্পর্কের ‘যুগান্তকারী অগ্রগতি’ হিসেবে বর্ণনা করে পত্রিকাটি লিখেছিল, ২০১২ সালের পর এটি হতে যাচ্ছে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।

বিগত সরকারের সময়ে ‘একাত্তরে বাঙালিদের উপর গণহত্যার জন্য’ পাকিস্তানের ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ।

সেই প্রসঙ্গ টেনে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “কিছু বিষয় আপনি যেগুলো উল্লেখ করলেন, পাকিস্তানের সঙ্গে এটা আমাদের ৫৩-৫৪ বছরের অমীমাংসিত বিষয়। এগুলো নিশ্চয় আমরা সেখানে উল্লেখ করব।

“কিন্তু বিষয়টা হচ্ছে যে, আমাদের সম্পর্কটা বা কাজের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার যেটা, সেটা যদি ওই ইস্যুগুলোর উপরে যদি শুধু দাঁড়িয়ে থাকে, তাদেরও কোনো লাভ নেই, আমাদেরও কোনো লাভ নেই।”

উপদেষ্টা বলেন, “আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করব, উদ্ধারের চেষ্টা করব; পাশাপাশি আমরা চাইব যে সম্পর্কটা যেই রকম এক ধরনের হয় (অন্যদের মত)।

“পাকিস্তানের সাথে সম্পর্কটাকে আমরা আরেকটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক হিসাবে দেখতে চাই। আলাদা করে সেই সম্পর্ক খারাপ করার কোনো কারণ আমি দেখি না।”

তৌহিদ হোসেন বলেন, “তারা দক্ষিণ এশিয়ার একটি দেশ। আমাদের সাথে একেবারে স্বার্থের সম্পর্ক যে নেই তা কিন্তু নয়। আমাদের সাথে পাকিস্তানের স্বার্থের সম্পর্ক আছে।”

করাচির সঙ্গে সরাসরি জাহাজ চলাচল শুরুর পর ‘ইতিবাচক লাভ’ হচ্ছে বলে মন্তব্য করেন উপদেষ্টা।

তিনি বলেন, “আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ লাভ যাতে আদায় করতে পারি এবং সে লক্ষ্যে যা যা করা প্রয়োজন আমরা করব।”

আরেক প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, “পাকিস্তানের সঙ্গে এক ধরনের ইচ্ছাকৃত খারাপ সম্পর্ক রাখার চেষ্টা ছিল। আমরা সেটাকে স্বাভাবিকতায় নিয়ে আসার….। পাকিস্তানেরও উদ্যোগ ছিল, আমরা সেটাকে গ্রহণ করেছি যে, এটা হতে পারে।”

সম্পর্কিত বিষয়: