
কানাডার পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। এবার তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে তিনি দীর্ঘদিন ধরে আর্থিক খাতে কাজ করে বিভিন্ন বৈশ্বিক সংকট ও পরিবর্তনের সময়ে দেশটির সরকারকে সহায়তা করেছেন।
আজ সোমবার এক প্রতিবেদনে সিএনএন বলেছে, রাজনৈতিক দুনিয়ায় নতুন হলেও কার্নির অর্থনৈতিক সংকট সামলানোর অভিজ্ঞতা তাঁকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তিনি এমন এক সময়ে দায়িত্ব নিচ্ছেন, যখন কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার সম্মুখীন হতে হচ্ছে।
গতকাল রোববার ট্রুডোর দল লিবারেল পার্টির নেতৃত্বের জন্য নির্বাচিত হন কার্নি। বিপুল ব্যবধানে জয়ী হওয়া এই ব্যক্তিত্ব এর আগে কখনোই কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে বহু বছর ধরেই তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। লিবারেল পার্টি এক দশকেরও বেশি সময় ধরে তাঁকে দলে টানার চেষ্টা করছিল। অবশেষে ট্রুডোর সরকারকে করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করার পর এবং গত জানুয়ারিতে ট্রুডোর পদত্যাগ ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন কার্নি।
কার্নির জন্ম কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলের ফোর্ট স্মিথে এবং বড় হয়েছেন আলবার্টার অ্যাডমন্টনে। তার বাবা-মা দুজনই শিক্ষক ছিলেন। ছোটবেলা থেকেই তিনি আইস হকি খেলতেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।