২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

বিদেশ

কমলার আইকিউ কম: ট্রাম্প

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ২৮ অক্টোবর ২০২৪

কমলার আইকিউ কম: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে ততই কথার লড়াইয়ে বেপরোয়া হয়ে উঠছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে রোববার নির্বাচনী সমাবেশ করেছেন তিনি। সমাবেশে প্রতিপক্ষ কমলা হ্যারিসকে ঘায়েল করে কথা বলেছেন ট্রাম্প। তিনি কমলা হ্যারিসকে খোঁচা দিয়ে বলেন- ‘প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস খুবই কম আইকিউসম্পন্ন।

এ মন্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প বোঝাতে চেয়েছেন নির্বাচনী প্রচারণার মাঠে তিনি কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন। বক্তব্যের শুরুতে ট্রাম্প সমবেত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, ‘চার বছর আগের চেয়ে কি এখন আপনারা ভালো আছেন?’ এ সময় জনতা সমস্বরে বলে ওঠে, ‘না’।

ট্রাম্প জানান, ৫ নভেম্বরের ভোটে তিনি জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে। বাইডেন প্রশাসনের অভিবাসীদের সামলানো ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে হ্যারিসের উদ্দেশে তীর্যক মন্তব্য ছুড়েছেন ট্রাম্প। মার্কিন এই সাবেক প্রেসিডেন্ট বলেছেন, তিনি (হ্যারিস) এটা নড়বড়ে করে ফেলেছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সব ঠিক করে দেব।

সমাবেশে নিউইয়র্কের একসময়ের মেয়র ও ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী রুডি জিলিয়ানি বলেন, ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধের সময় কমলা হ্যারিস সন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন। কমলা হ্যারিস ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে চেয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

কমলা হ্যারিসকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন কৌতুক অভিনেতা টনি হিঞ্চক্লিফসহ অনেকে।  ট্রাম্পের নির্বাচনী প্রচারের পর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ই–মেইলে জানান, বিপজ্জনক বিভাজন ও অবমাননাকর বার্তার প্রতিফলন ঘটেছে এই নির্বাচনী সমাবেশে।