একেবারে দুয়ারে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। ইলেকশন ডে মঙ্গলবার যত ঘনিয়ে আসছে, ততই ভোটারদের আগাম ভোট দেওয়ার প্রবণতা বাড়ছে। গ্রহের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে সারাবিশ্ব। কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন, নাকি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই আবার নির্বাচিত হন, সেটা দেখার অপেক্ষায় সবাই।
এর মধ্যে ভেসে বেড়াচ্ছে ভিন্ন এক গুঞ্জন। তা হলো- যুক্তরাষ্ট্রের নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হওয়ার আগেই নাকি নিজেকে জয়ী ঘোষণা করতে পারেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তা-ই হলে ট্রাম্পপন্থীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে ডেমোক্রেটিক পার্টি।
সর্বশেষ ২০২০ সালে অনুষ্ঠিত নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে ক্যাপিটল হিলে দাঙ্গা বাধিয়েছিলে ট্রাম্প। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, ২০২০ সালের মতো ট্রাম্প কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিস্তৃত পরিসরে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হবে।
এ বিষয়ে গত বুধবার এবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে কমলা বলেছেন, ট্রাম্প যদি নির্দিষ্ট সময়ের আগেই নিজেকে বিজয়ী দাবি করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত তারা। ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত ধৈর্য রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানানোর কথা জানিয়েছেন কমলা হ্যারিস।
ট্রাম্প চলতি সপ্তাহে সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচনের দিন জয় ঘোষণা করতে সক্ষম হবেন বলে আশাবাদী তিনি। কিন্তু তার বক্তব্যের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলেছেন, কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভোট পুনর্গণনার দাবি আসতে পারে। তাই চূড়ান্ত ফলাফল জানার জন্য কয়েক দিন সময় অপেক্ষা করতে হতে পারে।
সাধারণত কর্মকর্তাদের দেওয়া ভোট গণনা বিশ্লেষণ করে প্রধান গণমাধ্যমগুলোই যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ীর নাম ঘোষণা করে। প্রার্থীরা অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিক ঘোষণার আগেই উদযাপন শুরু করলেও, সচরাচর কাউকে আগেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বক্তব্য দিতে দেখা যায় না।
ডেমোক্রেটিক পার্টি ও কমলার প্রচার শিবিরের ছয়জন কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের জয়ের দাবির বিরুদ্ধে আমরা জনমত গড়ে তুলব। তারা ফলাফল ঘোষণার আগেই বিজয় ঘোষণা করলে তার যথাযথ জবাব দেওয়া হবে। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, যখনই ট্রাম্প মিথ্যাভাবে বিজয় ঘোষণা করবেন, আমরা সত্য প্রকাশ করতে বাধ্য হব। এমন দাবি করলেই আমরা টেলিভিশনের মাধ্যমে সত্য প্রচার করা শুরু করব।
২০২০ সালে নির্বাচনের পরদিন সকালেই নিজেকে বিজয়ী ঘোষণা করেন ট্রাম্প। এর তিন দিন পর প্রথম কোনো সম্প্রচারমাধ্যম জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করলে ফলাফল প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ভোট জালিয়াতির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। তার এ অভিযোগ বিশ্বাস করে ট্রাম্পভক্তরা দেশ জুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন। এমনকি ক্যাপিটাল হিলে হামলাও চালান উগ্র ট্রাম্প সমর্থকরা।