অভিবাদনে ভাসছেন অসাধারণ প্রত্যাবর্তনের নজির গড়ে আবারও অ্যামেরিকার প্রেসিডেন্ট হওয়া রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এক্ষেত্রে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক কাঠি এগিয়ে। ট্রাম্পকে বন্ধু বলে সম্বোধন করেছেন তিনি।
ট্রাম্পকে অভিবাদন জানিয়ে এক্স পোস্টে মোদি লিখেছেন, ‘নির্বাচনে আপনার ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন আমার বন্ধু। আপনার আগের মেয়াদে আপনি যে ধরনের সাফল্য গড়েছেন, তাতে ভারত-অ্যামেরিকার মধ্যকার বৈশ্বিক ও কৌশলগত অংশীদারত্ব নতুন করে আরও জোরদার হওয়ার অপেক্ষায় থাকলাম। চলুন, আমাদের জনগণের উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করি।’
উইসকনসিন স্টেইটের ১০টি ইলেকটোরাল কলেজ ভোট নিজের করার মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেকটোরাল কলেজ জয়ের ম্যাজিক ফিগারে পৌঁছে যান ট্রাম্প। এর ফলে চারবছর পরে আবার নির্বাচনে জয় পেলেন রিপাবলিকান প্রার্থী। কামালা হ্যারিস পেয়েছেন ২২৪টি ইলেকটোরাল ভোট। জয় নিশ্চিতের পর থেকেই প্রশংসা আর অভিবাদনে ভাসতে থাকেন ট্রাম্প।
অভিনন্দন বার্তায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, ‘সম্মান এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা চার বছর একসঙ্গে কাজ করতে প্রস্তুত।’ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন জানিয়েছেন। এক্স–এ দেওয়া পোস্টে তিনি বলেন, ‘প্রিয় ডোনাল্ড এবং মেলানিয়া ট্রাম্প, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনাদের ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতির বার্তা।’
প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তাৎক্ষণিক বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প এ জয়কে ‘রাজনৈতিক বিজয়’ বলে মন্তব্য করেন। অ্যামেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান আমেরিকার ৪৫তম এই প্রেসিডেন্ট। তাঁর বক্তব্যর সময় পাম বিচের জড়ো হওয়া জনতারা ‘অ্যামেরিকার’, ‘অ্যামেরিকার’, ‘অ্যামেরিকার’ স্লোগান তোলেন। স্ত্রী মেলানিয়া, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সদের সামনেই সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘প্রতিটি দিন আমি আপনারদের জন্য লড়াই করে যাব।’