বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়া ছেড়ে রাশিয়ায় গেছেন বাশার আল-আসাদ। রাশিয়া তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। পরিবারের সদস্যরাসহ তিনি মস্কোয় অবস্থান করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার বার্তা সংস্থা তাস ও রিয়া নভস্তির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তাঁর পরিবারের সদস্যরা মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাঁদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
এর আগে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধাদের মাত্র ১২ দিনের অভিযানে রোববার বাশার সরকারের পতন ঘটে। এর মধ্যে দিয়ে দেশটিতে তাঁর দুই যুগের শাসনের অবসান ঘটে। এর আগে বাশারের বাবা হাফিজ আল–আসাদ প্রায় ২৯ বছর প্রেসিডেন্ট ছিলেন। বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন বাশার। শুরুতে সংস্কারের পথে হাঁটলেও পরে বাবার মতোই কর্তৃত্ববাদী হয়ে ওঠেন তিনিও। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘণ ও বিরোধীদের দমনে ব্যাপক নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে। এর জের ধরে ২০১১ সালে ‘আরব বসন্তের’ সময় বাশারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। তবে ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও ইরানের সর্বাত্মক সমর্থন নিয়ে টিকে ছিলেন বাশার।
নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান
সিরিয়ার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপি জানায়, জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেছেন, সিরিয়ার চলমান অবস্থা ও এর পরিণতি এবং সিরিয়া পরিস্থিতির কারণে ওই পুরো অঞ্চলের সার্বিক পরিস্থিতি কী হবে, সে বিষয়ে এখনো ধারণা করা যাচ্ছে না। এসব বিষয় নিয়ে রাশিয়া নিরাপত্তা পরিষদের জরুরি রুদ্ধদ্বার বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছে।