২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ 

বিদেশ

মোজাম্বিকে দাঙ্গায় নিহত ৩৩, পালালেন ১৫০০ বন্দি

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ২৬ ডিসেম্বর ২০২৪

মোজাম্বিকে দাঙ্গায় নিহত ৩৩, পালালেন ১৫০০ বন্দি

আফ্রিকার দেশ মোজাম্বিকের রাজধানী মাপুতোর এক কারাগারে দাঙ্গায় ৩৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আর এ সুযোগে কারাগারটি থেকে ১৫০০ জনেরও বেশি বন্দি পালিয়ে গেছেন।

বুধবার দেশটির পুলিশ কমান্ডার জেনারেল বার্নাডিনো রাফায়েল এসব তথ্য জানিয়েছেন।

অক্টোবরে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচন নিয়ে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কারাগারে দাঙ্গার এ ঘটনা ঘটল।

নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ দেশটির বিরোধীদলগুলোর ও তাদের সমর্থকদের। কিন্তু সোমবার মোজাম্বিকের সুপ্রিম কোর্ট এক রায়ে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন থাকা দল ফ্রেলিমোসের জয় হয়েছে বলে নিশ্চিত করেন। এতে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়।

কমান্ডার রাফায়েল অভিযোগ করে বলেন, “কারাগারের বাইরে প্রতিবাদরতরা বন্দিদের দাঙ্গার বাঁধানোর জন্য উস্কানি দেন।”

কিন্তু দেশটির আইন ও বিচারমন্ত্রী হেলেনা কিডা স্থানীয় বেসরকারি সম্প্রচারমাধ্যম মিরামার টেলিভিশনকে বলেছেন, “কারাগারের ভেতরেই অস্থিরতা শুরু হয় আর এর সঙ্গে বাইরের বিক্ষোভের কোনো সম্পর্ক ছিল না।”

গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি বলেন, “কারাগারটিতে দাঙ্গার কারণে ৩৩ জনের মৃত্যু হয়েছে আর আরও ১৫ জন আহত হয়েছেন।”

রয়টার্স জানায়, কারাগারটিতে যারা হতাহত হয়েছেন তাদের পরিচয় পরিষ্কার হয়নি।

রাফায়েল জানান, কারাগারটি থেকে ১৫৩৪ জন বন্দি পালিয়ে গিয়েছিলেন কিন্তু পরে ১৫০ জনকে আবার আটক করা হয়। এই কারাগারের পাশাপাশি আরও দুইটি কারাগার ভেঙে বন্দিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।
মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সর্বোচ্চ আদালতের রায়ের পর দেখা দেওয়া অস্থিরতায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবারের আগে পর্যবেক্ষক গোষ্ঠী প্ল্যাটাফর্মা ডিসাইড জানিয়েছিল, অস্থিরতা শুরু হওয়ার পর থেকে পুলিশের সঙ্গে বিক্ষোভাকারীদের সংঘর্ষে অন্তত ১৩০ জন নিহত হয়েছেন।

সম্পর্কিত বিষয়: