১৪ মার্চ ২০২৫ , ২৯ ফাল্গুন ১৪৩১ 

বিদেশ

বিদেশে সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, প্রভাব পড়বে বাংলাদেশেও

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮, ২৫ জানুয়ারি ২০২৫

বিদেশে সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, প্রভাব পড়বে বাংলাদেশেও

দুই ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এবং মিসর ছাড়া অন্য সব দেশে সহায়তা প্রদান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে রুবিও বলেন, “আপাতত জরুরি খাদ্য সহায়তা এবং মিসর ও ইসরায়েলকে সামরিক সহায়তা প্রাদন করার ছাড়া আর কোনো দেশে এবং বৈশ্বিক কোনো খাতে অর্থ সহায়তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত প্রশাসনের আমলে যেসব সহায়তা প্রদান করা হয়েছিল, এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো যাচাই করা হচ্ছে। যাচাই শেষে এ ব্যাপারে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

যাচাই শেষ হতে অন্তত ৮৫ দিন লাগবে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।

এই অবস্থায় বাংলাদেশেও মার্কিন সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, বিগত ৫০ বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্যনিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ এবং আরও অনেক কিছু মোকাবিলায় ৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে অংশীদারত্ব করেছে।

যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে বাংলাদেশে ২০২১ সালে ৫০০ মিলিয়ন ডলার, ২০২২ সালে ৪৭০ মিলিয়ন ডলার, ২০২৩ সালের ৪৯০ মিলিয়ন ডলার এবং ২০২৪ সালে ৪৫০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে নানাভাবে সহায়তা দিয়েছে দেশটি। রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে ওয়াশিংটন বাংলাদেশে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে। বিগত কয়েক বছরে মার্কিন সহায়তা পাওয়ার ক্ষেত্রে শীর্ষ ১০—এর মধ্যেই ছিল।

সম্পর্কিত বিষয়: