১৪ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ 

চাকরি ও প্রস্তুতি

২ হাজার চিকিৎসক নিয়োগে আসছে বিশেষ বিসিএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ১৬:৩১, ১৩ মার্চ ২০২৫

২ হাজার চিকিৎসক নিয়োগে আসছে বিশেষ বিসিএস

দুই হাজার চিকিৎসক নিয়োগে বিশেষ বিসিএস আসলে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান। তিনি এও জানিয়েছেন, চিকিৎসকদের চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩৪ বছর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধ পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অধ্যাপক সায়েদুর।

তিনি বলেন, দেশে চিকিৎসক সংকট কাটাতে পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

চিকিৎসক নিয়োগে চাকরিতে প্রবেশসীমা বাড়ানোর বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, “আগে যখন অন্য ক্যাডারের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর ছিল, তখন চিকিৎসকদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল ৩২ বছর। কিছুদিন আগে সব ক্যাডারের চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর করা হলেও চিকিৎসকদের জন্যও তাই আছে।

“আমরা তখন একটি অনুরোধপত্র পাঠিয়েছিলাম। কিন্তু চিকিৎসকদের বয়সসীমা বাড়ানোর বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিবেচিত হয়নি। আমরা গত ৫ মার্চ আরেকটি অনুরোধপত্র পাঠিয়েছি।"

ডা. সায়েদুর রহমান বলেন, “মানহীন মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলমান শিক্ষার্থী শেষ হলে আর শিক্ষার্থী ভর্তি হতে পারবে না।

“শুধু ম্যাটস নয়। এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। চিকিৎসা শিক্ষার কোনো শাখায় মানের বিষয়ে কোনো আপস করা হবে না।"