০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ 

চাকরি ও প্রস্তুতি

৪৬ ও ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ জানাল পিএসসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২৩:৫৬, ২৪ মার্চ ২০২৫

৪৬ ও ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ জানাল পিএসসি

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হবে।

আজ রোববার (২৪ মার্চ) সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) মাসুমা আফরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ৪৭ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ জুন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৮ মে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের লিখিত (আবশ্যিক বিষয়) পরীক্ষা আগামী ৮ মে থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৪৬ তম বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়: