৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৬০ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি লোক নিয়োগ পাবেন এ বিসিএসে। আর এ বিসিএসের বিজ্ঞপ্তি আগামী নভেম্বরে প্রকাশ করা হবে।
আজ বৃহস্পতিবার বাংলা ওয়াচকে এসব তথ্য জানান পিএসসির এক উর্দ্ধতন কর্মকর্তা।
তিনি বলেন, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও নভেম্বরে ৪৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে বুধবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগগুলোর চাহিদা অনুযায়ী ৩ হাজার ৪৬০ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞাপ্তি জারির জন্য পিএসসিকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। চলতি বছরের ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে পিএসসি।