২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

চাকরি ও প্রস্তুতি

৪৪, ৪৫, ৪৬ বিসিএস নিয়ে যা জানাল পিএসসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২০:৪৮, ১৮ নভেম্বর ২০২৪

৪৪, ৪৫, ৪৬ বিসিএস নিয়ে যা জানাল পিএসসি

৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল আবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হবে। আর ৪৪ তম বিসিএসের লিখিত পরীক্ষায় উর্ত্তীণ সব প্রার্থীর মৌখিক পরীক্ষা আবার নেওয়া হবে। 

আজ সোমবার রাতে পিএসসি জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে ২০২৪ প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

৪৪ তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষা আবার নেওয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। বলা হয়, ৪৪তম বিসিএসের আংশিক অর্থাৎ ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। যথাশীঘ্র মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।  

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলের বিষয়ে বলা হয়, উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।