২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

চাকরি ও প্রস্তুতি

৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২২ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ১৯:১২, ৩ ডিসেম্বর ২০২৪

৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২২ ডিসেম্বর

৪৪ তম বিসিএসের কারিগরি/পেশাগত ক্যাডারের মৌখিক পরীক্ষা আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে। যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। 

আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়, ৪৪ তম বিসিএস-২০২১ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের মৌখিক পরীক্ষা আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। 

এর আগে গত ১৮ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৪ তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর (১১ হাজার ৭৩২ জন) মৌখিক পরীক্ষা আবার নেওয়া হবে। এর আগে বিগত কমিশন ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়েছিল। 

২০২২ সালের ২৭ মে ৪৪ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন প্রার্থী অংশ নেন। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন পাস করেন। প্রিলিমিনারির পর পর গত ৩ এপ্রিল লিখিত পরীক্ষায় ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষায় মোট ১১ হাজার ৭৩২ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে, সাধারণ ক্যাডার ৫ হাজার ৩২৬ জন এবং বাকিরা সাধারণ এবং কারিগরি বা পেশাগত ক্যাডারে আবেদন করেছিলেন।