২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

লাইফস্টাইল

ডায়াবেটিস রোগের ১০ লক্ষণ

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৪, ২২ নভেম্বর ২০২৪

ডায়াবেটিস রোগের ১০ লক্ষণ

ডায়াবেটিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে ডায়াবেটিক আক্রান্তদের ৫০ শতাংশের বেশি মানুষ টের পাননা যে তারা এই রোগে আক্রান্ত হয়েছেন।

তেমনই একজন আফরোজা আক্তার। কারণ তার ডায়াবেটিস হয়েছে, সেটা দীর্ঘদিন বুঝতেই পারেননি তিনি। কোন কারণ ছাড়াই তিনি শুকিয়ে যাচ্ছিলেন, ক্লান্তি আর অবসাদ বোধ করছিলেন।

''অনেকদিন ধরে শরীরে খারাপ লাগছে দেখে একজন মেডিসিনের ডক্টরের কাছে গিয়েছিলাম। তিনি আরও কিছু পরীক্ষানিরীক্ষার সঙ্গে ডায়াবেটিসের পরীক্ষাও দিয়েছিলেন। সেখানেই ধরা পড়ে, আমার নাকি অনেকদিন ধরেই ডায়াবেটিস হয়ে গেছে।''

বাংলাদেশের ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ. কে. আজাদ খান বলেন, ''ডায়াবেটিস আছে এমন রোগীদের অন্তত ৫০ শতাংশ জানেন না যে, তার ডায়াবেটিস আছে। এ কারণে ডায়াবেটিস সম্পর্কে সবার সচেতনতা বৃদ্ধি খুব জরুরি।''

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট)-এর একটি জরিপে দেখা গেছে, দেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ। এদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা ২৬ লাখ আর ৩৫ বছরের বেশি বয়সীদের সংখ্যা ৮৪ লাখ।


যে সব লক্ষণ দেখলে সতর্ক হতে হবে:

•    ঘনঘন প্রস্রাব হওয়া ও পিপাসা লাগা
•    দুর্বল লাগা' ঘোর ঘোর ভাব আসা
•    ক্ষুধা বেড়ে যাওয়া
•    সময়মতো খাওয়া-দাওয়া না হলে রক্তের শর্করা কমে হাইপো হওয়া
•    মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া
•    কোন কারণ ছাড়াই অনেক ওজন কমে যাওয়া
•    শরীরে ক্ষত বা কাটাছেঁড়া হলেও দীর্ঘদিনেও সেটা না সারা
•    চামড়ায় শুষ্ক, খসখসে ও চুলকানি ভাব
•    বিরক্তি ও মেজাজ খিটখিটে হয়ে ওঠা
•    চোখে কম দেখতে শুরু করা

সূত্র: বিবিসি বাংলা