
অন্তঃস্থলের ঝড়
এই শহরে আমার
এত জনের সাথে এত লোকের সাথে
এত এত মানুষের সাথে দেখা হয়
শুধু তোমার সাথে হয়না কখনও
তবে কি আর হবেনা
তোমার আমার দেখা?
সইতে দাও
কাঁটায় আবৃত, মরা বৃক্ষের শুকনো
ডালপালা ঘেরা পাথর যেখানে শুয়ে থাকে
সেখানে কেন শোনাও জীবনের গান
অচেনা পথিক থামো
জীবন ছন্দময় নয় সবখানে তবু
কষ্টের শঙ্খে ফুঁ দিয়ে বাঁচতে হয়
অভিমানে কেটে যায় যাক মহাকাল
আনন্দের ধারে না কেটে সইতে দাও।
পারবো তো?
এলে না, আর আসবে কিনা তাও জানিনা
অনেক কথার পসরা নিয়ে বসে থাকি
সূর্য ডোবে ক্লান্ত পাখি নীড়ে ফিরে যায়
সন্ধ্যার অন্ধকার ঢাকে আমার পথ।
অপেক্ষা করে করে একদিন আমিও
ঠিক ওই পাহাড়ী মেয়েটার মতোন
রাগ,দুঃখ,অভিমান, সব কিছু নিয়ে
মনের ঝুড়ি গুছিয়ে কষ্ট পাহাড়ের
ঢাল বেয়ে এভাবেই নেমে যাবো দেখো
বেলা ডোবার আগেই ঘরে ফিরে যাবো।
অবশিষ্ট
আয়না ভেঙে গেলে বলি ভাঙা আয়নার টুকরো
দেখার কাজ সামান্য হলেও চলে
কিন্তু ভালোবাসা ভেঙে গেলে
তাকে বলি বিরহ।
জন্ম নিতে পারে ঘৃণা, ক্ষোভ, হিংসা,
আগের মতো কিছুই থাকে না।
আবেদন পত্র
আমার ভালোবাসা নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে আছে
প্রবেশ করতে চায় তোমার মন বন্দরে
প্রার্থিত প্রেম প্রান্তরে।
ভিসা পেলে ভালোবেসে নিঃস্ব হয়ে
সাথে রয়ে যাবে চিরদিন
প্রেমপাশে আবদ্ধ হবার আকুল আকাঙ্ক্ষায়
নিবেদন
ভিসা কি পাওয়া যাবে?