১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ 

শিল্প ও সাহিত্য

একুশে বইমেলায় ইমরুল ইউসুফের দুটি বই

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

একুশে বইমেলায় ইমরুল ইউসুফের দুটি বই

ক্যাম্পাসাণুকাব্য

অমর একুশে বইমেলা-২০২৫-এ প্রকাশিত হয়েছে ইমরুল ইউসুফের নতুন দুটি বই। শিশুসাহিত্যিক-লেখক-কবি ও ফিচার লেখক হিসেবে দেশ বিদেশের পত্র-পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের পরিচিত মুখ ইমরুল ইউসুফের ক্যাম্পাস বিষয়ক মজার মজার ১২৫টি ছড়ার সংকলন ‘ক্যাম্পাসাণুকাব্য’। এবারে মেলায় আসা বইটির প্রকাশ পাঞ্জেরী পাবলিকেশন্স। গৌতম ঘোষের প্রচ্ছদে বইটি ২০০ টাকার বিনিময়ে মেলা থেকে সংগ্রহ করা যাবে ২৯ নম্বর প্যাভিলিয়ন থেকে। মেলার সময়ে এবং পরেও বইটি পাঞ্জেরি প্রকাশনী থেকে সংগ্রহ করা যাবে। বইটির অনলাইন পরিবেশক রকমারি ডট.কম।

 

শিশুদের কত বই : শত বই

১১০টি শিশুতোষ বইয়ের আলোচনা সংকলন ‘শিশুদের কত বই : শত বই’ প্রকাশ পেয়েছে  কিডজ কারাভান থেকে। বিভিন্ন সময়ে শিশুদের জন্য লেখা শতাধিক বইয়ের আলোচনা সংকলনটি সংগ্রহ করা যাবে ৪০০ টাকার বিনিময়ে। মামুন হোসাইনের প্রচ্ছদে বইটি শিশুতোষ বইয়ের বড় একটি জগতের সঙ্গে যেমন পরিচয় করিয়ে দেয় তেমনি বইগুলোর মূল্যায়ণের মাধ্যমে ইমরুল ইউসুফ সমালোচকের দায়িত্বও পূরণ করেন। মেলায় বইটি পাওয়া যাবে শিশুচত্ত্বরে কিডজ কারাভান-এর ৯৪৩ নম্বর স্টলে।