১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ 

শিল্প ও সাহিত্য

এমরান কবিরের ‘বৃষ্টি ও নাকফুলের গল্প’

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০, ২১ ফেব্রুয়ারি ২০২৫

এমরান কবিরের ‘বৃষ্টি ও নাকফুলের গল্প’

প্রকাশনা সংস্থা অনুপ্রাণন থেকে বেরিয়েছে কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক এমরান কবিরের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘বৃষ্টি ও নাকফুলের গল্প।’

বইটির গল্পগুলো প্রসঙ্গে এমরান কবির বলেন, ‘গল্পগুলিতে বিগত সময়ের দুঃসহ দুঃশাসনের চিত্র তুলে আনার চেষ্টা করা হয়েছে। মানবতার যে বিপর্যয় আমরা দেখেছি ইতোপূর্বে তা আমাকে চরমভাবে আক্রান্ত করেছিল। তারই সারৎসার গল্পগুলো। গুম, মানবাধিকার হরণ, মিডিয়া নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িকতা ইত্যাদি বিষয়গুলো কখনো প্রতীকের মাধ্যমে, কখনো রূপকের মাধ্যমে কখনো সরাসরি উঠে এসেছে গল্পগুলোতে।’

আইয়ুব আল আমিন এর প্রচ্ছদের গল্পগ্রন্থটিতে স্থান পেয়েছে দশটি গল্প। গল্পগুলো-বিভাজন অথবা নন্দ নাদের টুপি, হাঁস, ডাবঘর, বিবর্ণ পাতার ভোরে, জুতা, স্বপ্ন অথবা বিপন্ন বিস্ময়, ভ্রম ও বিভ্রম, সন্ধ্যা, ফিরে আসার দিনে এবং বৃষ্টি ও নাকফুলের গল্প।৩০০ টাকার বিনিময়ে বইটি সংগ্রহ করা যাবে মেলায় অনুপ্রাণন প্রকাশনীর ৬৯৫-৬৮৭ নম্বর স্টলে।

উল্লেখ্য, এমরান কবিরের প্রথম গল্পগ্রন্থ‘নিদ্রাগহণ মহাশূন্যে’ বের হয়েছিল ২০১২ সালে ঐতিহ্য প্রকাশনী থেকে। এই গন্থের পাণ্ডুলিপি অর্জন করেছিল ‘জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার-২০১০’।