উৎস থেকে অনাদি
আলোর মাঝে লীন ধূসর অন্ধকার
নাকি অন্ধকারে আলোকরেণুর নৃত্য
আলো-আঁধারের চিরন্তন লুকোচুরি
বিভ্রান্তি বাড়ায়, কেউবা খোঁজে দিশা!
তবুও আলো তবুও অমানিশা-কাল
তবুও সংগ্রাম তবুও উত্থানপতন-পর্ব
সৃষ্টির আদিলগ্ন থেকেই বলে যায়-
যুযুধানেই পরিণত হয় মানবসভ্যতা
আলোক-উৎস গায় অন্ধকারের গান
ছদ্মবেশী আলো ধাবিত হয় মধ্যযুগে!
আত্ম-অহমিকা
কোনো এককালে গোলাভরা ফসল ছিল
আরও ছিল বইয়ে-পড়া পুকুরভরা রূপকথা
বুকপকেটে রাখা ছিল থইথই সুখ-স্বাচ্ছন্দ্য
মাঠ-ঘাট মাড়িয়ে ইতিহাস পেছনে ফেলে
খেরোখাতায় লিখে চলি আধুনিক গল্পগাথা
আমাদের এই ওই সেই বর্ণাঢ্য অতীত ছিল
তাবত গোপন অন্ধকারে লুকিয়ে রেখে-থুয়ে
স্ট্যাটাস-উৎসব করি এখন- বুজরুকি ছড়াই
প্রজন্ম যেন বলে- পূর্বপুরুষ ঐতিহ্যখোর নন
অবলীলায় ছিন্ন করতেন খোলামকুচির প্রান্তর!
পলাতক ছায়া
ভরদুপুরে যানজট জনসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে
ভুলে গেছি কোথায় যাব
কেনইবা এ বাইর-যাপন
সুযোগ সত্ত্বেও সবখানে যেতে নেই
সম্পর্কের বৃত্তে জমেছে রকমারি ফুটো
বদ্ধ প্রকোষ্ঠেই নিরাপদেই থাকুক
আপাতত বরং মগডালে যাই
মরীচিকা ছায়াতলের শরণে
বহুদিনের পথহারা পথিক
জড়াক আরও দুর্বিপাক জালে!