শাই শাই করে বেরিয়ে যাচ্ছে বাইসন
স্পিডব্রেকার ধূলায় উড়িয়ে,
ট্রাফিক- সিগনাল ফেলে নিরুপায় তাকিয়ে দেখছে
জেব্রাক্রসিংগুলো কী অসহায়।
সার্জেন্ট বাদাম চিবচ্ছে—ঘুপচির দোকানে
ট্রাক-ড্রাইভারের সঙ্গে করছে রফাদফা
লাল বাতির গায়ে কালো পিঁপড়া—সবুজ বাতির গায়ে
হলুদরঙ। বনে বনে পাতা ঝরার মিহি মিউজিক।
যারা অপেক্ষায়—এপার ওপার হতে
তারা দাঁড়িয়েই আছে—আর তারা বয়স্ক হতে হতে হতে
মৃত্যুর কাছকাছি পৌঁছে যাচ্ছে কী সুন্দর ভেলকিপনায়।