২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ 

শিল্প ও সাহিত্য

প্রকাশিত হলো নুরুন্নাহার মুন্নি’র নতুন বই ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২২:৪৭, ২১ নভেম্বর ২০২৪

প্রকাশিত হলো নুরুন্নাহার মুন্নি’র নতুন বই ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’

প্রকাশিত হলো কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নি’র গল্পগ্রন্থ ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’।এই গল্পগ্রন্থে ছয়টি গল্প স্থান পেয়েছে। প্রতিটি গল্পে লেখক অকৃপণ হাতে শব্দের যাদুতে বাংলার প্রাকৃতিক চিত্র এঁকেছেন। সামাজিক প্রেক্ষাপট ও দ্বন্দ্ব তাঁর গল্পের উপজীব্য বিষয়। আছে মানবপ্রেম ও দার্শনিক উপলব্ধি।

বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। ২৫ শতাংশ ছাড়ে বইটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনের প্রধান কার্যালয়ে এবং কাঁটাবন ও বাংলাবাজারস্থ বিক্রয়কেন্দ্রে ও দেশব্যাপী অনুপ্রাণনের পরিবেশক ‘নির্বাচিত’এর বিক্রয় কেন্দ্রগুলো থেকে।

ঘরে বসে ২৫ শতাংশ ছাড় মূল্যে বইটি পেতে চাইলে অর্ডার করুন অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে অথবা অনুপ্রাণনের ওয়েবসাইটের এই লিংক থেকে-
https://anupranon.com/books/short-story-ছোট-গল্প/গণতন্ত্রে-পুরুষতন্ত্র-ন/

অনুপ্রাণনের প্রধান কার্যালয়ের ঠিকানা- স্যুট নং- ৯০৩, রোজ ভিউ প্লাজা, ১৮৫ বীর উত্তম সি. আর. দত্ত রোড, হাতিরপুল, ঢাকা- ১২০৫।

অনুপ্রাণন বই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের ঠিকানা-
কাঁটাবন শাখা- বি ৬৩-৬৪ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা।
বাংলাবাজার শাখা- ৩৮/২ খ, মান্নান মার্কেট, বাংলাবাজার, ঢাকা-১১০০। ফোন: ০১৭৬৬৬৮৪৪৩৬ (হোয়াটসঅ্যাপ)।

অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেইজের লিংক-
https://www.facebook.com/Anupranan185 https://www.facebook.com/AnupranonProkashon