২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

শিল্প ও সাহিত্য

গুচ্ছ কবিতা

তুমি নেই স্বপ্ন নেই

নমিতা সরকার

প্রকাশিত: ১৪:৫১, ২৫ নভেম্বর ২০২৪

তুমি নেই স্বপ্ন নেই

 

 

দুঃখ জয়ী সুখ

অদ্ভুত কিছু দুঃখ প্রতিদিন 
আমাকে কিছু কিছু খেয়ে নিচ্ছে...
আমি টের পাই প্রতিটি 
অনুভূতির ভাঁজে ভাঁজে। 
রঙিন স্বপ্নের কারুকাজের
পৃষ্ঠা জুড়ে এলোপাতাড়ি 
রঙের খেলায় মেতে উঠে 
দুঃখের নীল নকশা, 
আমিও আশ্চর্য হয়ে তাকিয়ে থাকি...
নীরব হয়ে যায় সমস্ত কিছু, 

আচমকা জেগে উঠে মন 
কোলাহলে, বেঁচে থাকার 
প্রয়াসে হাসির ঝলকানিতে 
দুঃখগুলোকে আড়াল করে 
সাজিয়ে রাখে সুনিপুণ কারুকাজে।

ও আমার দুঃখ আমি 
তোমাকে ভালোবেসেই জয়ী 
হবো সুখের রাজ্যে।

 

তুমি নেই স্বপ্ন নেই


দু'চোখের স্বপ্নগুলো তারার 
মেলায় ঝিলমিল করে, 
ঝিঝি পোকার শব্দে ভুলে 
যাই সুখের সুর, 
তুমি আছো হৃদয় জুড়েই 
তবুও দূর বহুদূর... 
স্বপ্নের খেয়াঘাটে ঝরে বৃষ্টি 
হৃদয়ের উত্তাল ঝংকারে,

শুধু তোমায় মনে পরে শুধু 
তোমায় মনে পরে।


প্রকৃতি ও পুরুষ
 

প্রকৃতই প্রেম আসে প্রকৃতির রূপে... 
প্রকৃত পুরুষ যেখানে ছুঁয়ে যায়
বারবার হৃদয় থেকে 
হৃদয়ের খুব নিকটে অদৃশ্য লোকে...

আকাশের বিশালতার গভীর
শূন্যতার মাঝে খুঁজে পাওয়া 
পূর্ণতার একরাশ সুখ হেসে 
ওঠে চাঁদের আলোয়, ঘুরে
বেড়ায় নক্ষত্রপুঞ্জের মেলায়।
ভোরের অবগাহন শেষে 
জেগে ওঠা সূর্য্যের বুকে 
পৃথিবী মাথা রেখে কোলাহলে 
মেতে উঠে ভালোবাসার সুরে। 

ধরা ছোঁয়ার বাইরে তবুও
বারবার ছুঁয়ে যায় আলো 
আঁধারের খেলায় অদ্ভুত লীলায়।


জীবন জলের নদী 
 

যে নদীর তীরে আত্মার ভীড় 
জমাতে অধীর আগ্রহে, 
পাড়ের সুডৌল মাটিগুলো 
দু'হাতে আবেশে আবেগে 
জড়িয়ে নিতে জীবন জলের পিপাসায়...

সে নদী তোমার আজ বড় 
অচেনা, চেনা সেই দুই পাড়ের 
শিহরিত কাশফুলের দোলা
যেনো বিষকাটালির গাছে 
ছড়িয়ে আছে তোমার চোখের বালিতে...

কেনো যে আর নদীর বুকে 
ভীড় জমাও না, জল তরঙ্গে
মেতে ওঠো না, নেচে ওঠো না,
হেসেও ওঠো না জোৎস্নার আলোয়।

অথচ নদীর কূলে মাথা রেখে 
কত রাত কত প্রহর কেটে
ভোর হতো জল তরঙ্গের খেলায়...

নদী তোমার আত্মার গন্ধ 
নিয়ে অপেক্ষা করে দিনের 
পর দিন, রাতের পর রাত, 
নদীর বুকে কবে আবার ভীড় 
জমাবে ভীষণ আবেশে, 
ভালোবেসে নদীর জলে 
ভেজাবে আবার কবে 
তোমার প্রেমের হাত।