অলৌকিক জেব্রাক্রসিং
যে যার মতো চলে যাচ্ছে গন্তব্যে
উদ্ভ্রান্ত এক বেপরোয়া হাইওয়ে-জীবন;
ছকে বাঁধা পথ- অভ্যস্ত দিনলিপির ইশারায়
অবারিত নদীময় শহুরে সড়কের বিন্যস্ত ঠিকানায়!
উড়ে গেছে অন্তহীন সুখের বিলাসী ফানুস
রোদ মাখা সকাল-আজন্ম প্রেম সুখ!
ফুরিয়েছে মোহময় শীত- বিকেলের চা
অভিলাষী স্বপ্নের বিকিকিনির মেলায়!
ফিরে গেছে ক্লান্ত পাখির বহর
অস্তগামী সূর্যের বিলাপ ধ্বনির ক্ষণে।
খোলস-বৃত্তের পথ চক্রাকারে পেরিয়েছি বহুকাল;
ছায়ার পেছনে ফিরে তাকানোর ভঙ্গিতে
ক্লান্ত একদিন চেয়ে দেখি-
জীবন থমকে গেছে নিয়তির অনিবার্য সিগন্যালে,
নিভৃতে চলে গেছে প্রিয় কিছু মুখ
অলৌকিক জেব্রাক্রসিং পেরিয়ে...
উদাস বিজ্ঞাপন
প্রতিদিন নির্লজ্জ চেয়ে থাকে একটা বিলবোর্ড
চকচকে রঙিন পোস্টার, কামুক বিজ্ঞাপন;
মন্থর যান্ত্রিক কোলাহলের মধ্যমনি
তিলোত্তমা নগরের বুক জুড়ে!
ক্যাট ওয়াকে ঝড়, নিতম্বে ঢেউ
চোখে চোখে নেশার ঘোর
যাবতীয় সুখ সামগ্রী অগণন
জেগে থাকে উদ্দম র্যাম্প-আলোর নাচন!
হাতের মুঠোয় সুখ-বিলাসী স্বপ্ন
নিউরনে আঁকা লোলুপ প্রচ্ছদ
অভিজাত দাম্ভিক আস্ফালন
বহুজাতিক বিলাসী সুখের বিপনণ!
ক্রমাগত আচ্ছন্ন হয় নাগরিক মন
অভ্যস্ত দিনলিপি-
পুঁজিবাদী বিকিকিনির আর্শীবাদে
বিবসনা মডেল শিখিয়ে যায়-আধুনিকতা।
হাসপাতাল রোড
ম্রিয়মাণ আর্তনাদে বেজে ওঠে ভোরের প্রার্থনায়...
জনাকীর্ণ সরু পথের স্রোত চলে যায় মূল ফটকে।
নিরাময় হাউজ ঘিরে দাঁড়িয়ে থাকে অ্যাপ্রোন রঙের সকাল।
সাইরেন- যুদ্ধ-সাইরেন!
আর্তনাদ- কান্না-দীর্ঘশ্বাস; উদ্বিগ্নতার ডানায়
সারি সারি সাদা-লাল পাখির চিৎকার
অ্যাপ্রোন রঙা মধ্যাহ্ন; বিফল প্রার্থনার মগ্নতায়!
অন্তিম নিরাময়ে থমকে গেছে অক্সিজেন মাস্ক...
যুদ্ধ দামামা থামিয়ে ফিরে যায় একটা পরিশ্রান্ত অ্যাম্বুলেন্স।