ঘুম
অক্ষরগুলো বধির-শব্দহীন
ঘুমন্ত বৃক্ষের পাতা
বিষণ্ণ পাথর
মৃত রাতের শূন্যতা
কবি মস্তিষ্কের নিউরন কী ক্ষয়িষ্ণু?
ইতিহাসে তাদের অক্ষর সূর্যভ্রুণ
লাবণ্যপ্রভা
অজস্র ঝিনুক থেকে খোঁজে আনা মুক্তোদানা।
আগুনফুল
চারদিকে পলিমাটি-
খোলসফাটা বীজের ঘ্রাণ
অঙ্কুরে অঙ্কুরে বীজতলা
জলের জোয়ারে ভাঙে হৃৎদেয়াল
লোহিত জলে ফোটে আগুনফুল
বিরংসায় পোড়ে অন্তর
কাচের ফলকে ভাসে রূপ-অরূপ।
বিপ্রতীপতা
বৃত্তাবর্তন
অক্ষবন্দি-নৈয়মিক ঘূর্ণন
সময়শৃ্খংল-একই পথে অনুগমন
বৃত্তছেঁড়া-বাঁকবদল
শূন্যে গমন-মুক্তির ঘ্রাণ
নতুনের খোঁজে হাঁটা।
ডোমঘর
মগজ থেকে ক’টি শব্দ বেরুলো
আরোহন ত্রীভুজের শীর্ষকোণে
পতন নিশ্চয়
এখনো কি বাতাস নিচ্ছে ফুসফুস,
জ্বর কমছে ভালোবাসার?
তাপের গলন নেই
গরম বাস্প বেরুচ্ছে
চোাখ নির্লিপ্ত
খোসা ছাড়িয়ে দেখেছে জগৎ-সংসার।