২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

শিল্প ও সাহিত্য

গুচ্ছ কবিতা

বড় বাঁচতে ইচ্ছে হয়

শামীম রেজা

প্রকাশিত: ১৭:১২, ৫ ডিসেম্বর ২০২৪

বড় বাঁচতে ইচ্ছে হয়

 

সমব্যথী 

তুমি যদি কষ্টের সাগরে ভাসো 
আর নোনা জলে- 
          ভাসাও দু’চোখ, 

শুভ্র সমুজ্জ্বল তব আঁখি বারি 
কপোল বেয়ে পড়ে- 
          জানায় শোক, 

তখন বেদন বুকে রোদন চোখে
হবো সমব্যথী, আমিতো-
          তোমারই লোক। 

 

‘বড় বাঁচতে ইচ্ছে হয়’

তোমাকে দেখে বড় বাঁচতে ইচ্ছে হয়। 

এই তোমাকে দেখেই ভুলে যায় পরাজয়, 
পরাজয়েও বড় সুখ আছে, জানো? 

পরাজয়ের ইতিহাস থোঁকা থোঁকা কালিমায় লেখা, 
অথচ চাঁদের মত শুভ্র-স্নিগ্ধ, 
মায়ার চাদরে বিলীন হতে মন চায়। 

তোমাকে দেখে বড় বাঁচতে ইচ্ছে হয়। 

তুমি টেরাকোঁটায় খোঁজো শান্তির আবেশ, 
আমি তোমাতে। 
আমি রাতের নিঝুমে স্বপ্নময় কাঁটায় সময়, 
আর, বড় বাঁচতে ইচ্ছে হয়।