০৪ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ 

শিল্প ও সাহিত্য

গুচ্ছ কবিতা

কাজী শোয়েব শাবাবের ৩টি কবিতা

কাজী শোয়েব শাবাব

প্রকাশিত: ১৯:২৭, ২৮ ডিসেম্বর ২০২৪

কাজী শোয়েব শাবাবের ৩টি কবিতা

 


ইদানীং

মৃত্যু সহজ হয়নি
অথচ মেরে ফেলা কত সহজ হয়ে গেছে।


উদ্বাস্তু

নিপার নদীতে ডুব দিয়েছিল ভেরোনিকা
পুণ্যস্নানে শুভ প্রার্থনা সেরে 
জল থেকে উঠে দেখে, কিসের কি বোধোদয়!
অশুভ সময়।
বেদখল হয়ে গেছে,
পায়ের তলার মাটি আর তার দেশ নয়!

ছুটতে ছুটতে ভাবে
পালিয়ে কোথায় যাবে, কত দূর যাবে?
পেছনে তাকালে সব ধ্বংসস্তূপ
মৃত স্বজনের মুখ 
আর হাহাকার!
প্রাণভয়, আরও ভয়, আরও সংশয়
অস্ত্রের মুখে ভিটামাটি ছেড়ে
এভাবে হঠাৎ উদ্বাস্তু হতে হয়?


মাছ

মাছ কোটা হচ্ছে।
রান্নাঘরের সামনে অজস্র পোনা নিয়ে
ধানখেতে ভেসে আছে মা-টাকি মাছ।