১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ 

জাতীয়

ভিসা প্রক্রিয়া সহজ করতে রাজি বুলগেরিয়া : পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২১:৩১, ২৭ জানুয়ারি ২০২৫

ভিসা প্রক্রিয়া সহজ করতে রাজি বুলগেরিয়া : পররাষ্ট্র মন্ত্রণালয়

ভিসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএসর গ্লোবালের মাধ্যমে বুলগেরিয়া ভিসা প্রক্রিয়া সহজ করতে রাজি হয়েছে।

আজ সোমবার ঢাকায় এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম ।

তিনি বলেন, ‘ভিএফএসর মাধ্যমেও বুলগেরিয়া ভিসা প্রক্রিয়া সহজ করতে রাজি হয়েছে। এ বিষয়টি প্রক্রিয়াধীন।’

মুখপাত্র জানান, বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়ে বুলগেরিয়া ও কাজাখস্তান সরকার অন্য দেশে অবস্থিত নিজেদের মিশনকে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসার বিষয়টি দেখতে বলেছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বুলগেরিয়ায় পড়তে যাবেন, এমন ১২২ বাংলাদেশিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় অবস্থিত দেশটির দূতাবাসে ভিসার আবেদন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

মুখপাত্র জানান, কাজাখস্তান থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত নিজেদের দূতাবাসকে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে রাজি হয়েছে।

রফিকুল আলম বলেন, রোমানিয়া সরকার থাইল্যান্ড ও ভিয়েতনামে অবস্থিত তাদের দূতাবাস থেকে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদন বিবেচনা করা শুরু করেছিল। কিছুদিন পর তারা এ সুবিধা বন্ধ করে দেয়। এ বিষয়ে রোমানিয়ার সঙ্গে আলোচনা চলছে।