
ঢাকার শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামফলক পাল্টে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড’ টানিয়ে দেওয়া হয়েছে। শনিবার সেখানে গিয়ে দেখা গেছে, বিএসএমএমইউয়ের সি-ব্লকের আগের সাইনবোর্ড নামিয়ে সেখানে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ সাইনবোর্ড টানানো হয়েছে। আর ডি-ব্লকের পুরোনো সাইনবোর্ডের উপরে বসানো হয়েছে নতুন সাইনবোর্ড।
বিএসএমএমইউ পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন শনিবার বলেছেন সাইনবোর্ড পাল্টানোর দাপ্তরিক কোনো আদেশ তারা এখনও পাননি। তিনি বলেন, ‘গত দুদিন ধরে যে রিফর্মের একটা, ইয়ে ছিল তারা হয়ত লাগিয়ে দিয়ে গেছে। তারা হয়ত নামটা চায় না। অফিসিয়ালি কোনো নাম পরিবর্তন হয়নি। আমরা এখনই ওই সাইনবোর্ড নামিয়ে ফেলছি না, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।‘
বিএসএমএমইউর একজন আনসার সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সকালে এসে দেখছি এই দুইটি ভবনের সামনের সাইনবোর্ড পাল্টে দেওয়া হয়েছে। কারা করেছে বলতে পারব না।’
বিএসএমএমইউয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের সঙ্গে নিয়ে বিএসএমএমইউয়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা আগের নামফলক নামিয়ে ফেলেছেন। তারা নতুন করে এই সাইনবোর্ড টানিয়েছেন।
ছাত্র-গণ অভ্যুত্থানের সরকার পতনের দিন গত বছরের ৫ অগাস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ডসহ বিভিন্ন স্থাপনা থেকে বঙ্গবন্ধু নাম খুলে ফেলেছিল আন্দোলনকারীরা। এ ছাড়া ক্ষমতার পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ১৪টি মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম বদল করে যেগুলো থেকে বঙ্গবন্ধু ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের নাম বাদ দেওয়া হয়।
এবারে গত বুধবার ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার পর, বৃহস্পতিবার দিনভর জেলায় জেলায় বঙ্গবন্ধু ও শেখ পরিবারের নামে থাকা ভাস্কর্য ও ম্যুরালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে। খুলে ফেলা হয়েছে তাদের নামে থাকা নামফলক। ভাঙচুর করা হয়েছে ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেটে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতার বাড়িসহ বিভিন্ন ভাস্কর্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় শেখ মুজিব ও তার পরিবারের নাম পরিবর্তনের পাশাপাশি প্রতিকৃতি ভাঙচুর হয়েছে।