২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

জাতীয়

বন্দরে সতর্ক সংকেত, তাপমাত্রা আরও কমবে

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ০৯:০৬, ২১ ডিসেম্বর ২০২৪

বন্দরে সতর্ক সংকেত, তাপমাত্রা আরও কমবে

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এজন্য দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দিনের তাপমাত্রা আরও কমবে। তবে শৈত্যপ্রবাহ আসতে আরও দেরি।

জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশিদ। তিনি বলেন, "দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হয়েছে; কাল ক্লিয়ার হয়ে যাবে। এর বেশি কিছু হবে না। আকাশে মেঘ থাকার কারণে আজকে দিনের তাপমাত্রা কমবে, কালকেও কম থাকবে। তবে শৈত্যপ্রবাহের দেরি আছে।

আবহাওয়া অফিস বলছে, শনিবার সকাল ৬টা পর্যন্ত খুলনার কয়রায় সর্বোচ্চ ৭ মিলিমিটার এবং ভোলা, বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে কম-বেশি বৃষ্টি হয়েছে।

এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নথিবদ্ধ হয়েছে বলে জানান আবহাওয়াবিদ বজলুর।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপটি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১১৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

ওই সময় নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার ডিসেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ তৈরি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
গত সোমবার রাতে বঙ্গোপসাগরে একটি লঘুচাপটি তৈরি হয়। এটি নিয়ে চলতি মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হল।

সম্পর্কিত বিষয়: