বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, কঠিন সময়ে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য ড. ইউনূসকে ধন্যবাদ জানান জ্যাক সুলিভান। ফোনালাপে উভয় নেতা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং তা সুরক্ষার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সুলিভান বাংলাদেশের একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন প্রকাশ করেন। তিনি অন্তর্বর্তী সরকারের অধীনে অর্থনীতি পুনরুদ্ধার, রাজনৈতিক ও নির্বাচনী সংস্কার এবং সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণার জন্য ড. ইউনূসের প্রশংসা করেন।
ফোনালাপে দেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং সেগুলো কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহায়তা নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস যুক্তরাষ্ট্রের উদার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
এ ছাড়া, ড. ইউনূস জানান, জানুয়ারির মধ্যে ছয়টি বড় সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এরপর সংস্কার ও নির্বাচনের জন্য জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়া শুরু হবে। এই আলোচনায় দুই দেশের সম্পর্ক এবং বাংলাদেশের অগ্রগতির জন্য সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্ব পেয়েছে।