২৮ ডিসেম্বর ২০২৪ , ১৩ পৌষ ১৪৩১ 

জাতীয়

জাহাজে ৭ খুন: ধর্মঘটে পণ‌্যবা‌হী নৌযান শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ১৩:৩৬, ২৭ ডিসেম্বর ২০২৪

জাহাজে ৭ খুন: ধর্মঘটে পণ‌্যবা‌হী নৌযান শ্রমিকরা

চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে সাত শ্রমিক হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে বরিশালে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেছেন পণ‌্যবা‌হী নৌযান শ্রমিকরা।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকে বৃহস্পতিবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়।

জানতে চাইলে ফেডারেশনের বরিশালের সিনিয়র সহসভাপতি একিন আলী মাস্টার বলেন, চাঁদপুরে মেঘনা নদীতে হরিনা ঘাটের কাছে মাঝেরচর এলাকায় এম. ভি. আল-বাখেরা জাহাজে সন্ত্রাসী কায়দায় নির্মম হত্যাকাণ্ডে মাস্টারসহ সাতজন শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

এছাড়া সব নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি-ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ দেখা যায়নি।

এ জন্য বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে মালবাহী, তৈল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব ধরনের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তা সফল করতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সকল বেসিক ইউনিয়ন ও শাখাগুলোর নেতারা সকল নৌযান শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। ”
তবে যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত বিষয়: