মহাকালের আবর্তে বিলীন হয়ে গেল আরও একটি খ্রিষ্টীয় বর্ষ। দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে নানা ঘটনায় স্মরণীয় হয়ে থাকা ২০২৪ সাল বিদায় নিয়েছে। সব দুঃখ-বেদনা ভুলে মধ্যরাতে নতুন স্বপ্ন ও নতুন আশা নিয়ে দেশবাসী বরণ করে নিচ্ছে ২০২৫ সালকে। বিশ্বজুড়ে এবারও কোটি কোটি মানুষ স্বাগত জানাচ্ছে নতুন বছরকে।
বিদায়ি বছরটি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ছিল ঘটনাবহুল। ২০২৪ সালে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে টানা প্রায় সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। জাতীয় জীবনে অভূতপূর্ব এই আন্দোলনই ছিল সবচেয়ে আলোচিত। এছাড়াও আরও নানা ঘটনার কারণে স্মরণীয় হয়ে থাকবে ২০২৪।
ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশ নতুন করে মাথা উঁচু করে দাঁড়ানোর যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেই পথেও নানা বাধা-বিপত্তি মাথাচাড়া দিচ্ছে। নতুন বছরে সব বিপত্তি এড়িয়ে বাংলাদেশ সুখী-সমৃদ্ধশালী জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত হওয়ার পথে একধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা সবার। ২০২৫ সালের শেষ দিকে কিংবা ২০২৬ সালের শুরুতে দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনটি সব দলের অংশগ্রহণে অবাধ-নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করছে দেশবাসী। সেই নির্বাচনের মাধ্যমে সত্যিকারের জনগণের নির্বাচিত প্রতিনিধি দেশের কর্তৃত্ব গ্রহণ করবে এমন প্রত্যাশা সবার।
খ্রিষ্টীয় নববর্ষ-২০২৫ উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।