১০ জানুয়ারি ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ 

জাতীয়

শৈত্যপ্রবাহ ১০ জেলায়, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১, ১০ জানুয়ারি ২০২৫

শৈত্যপ্রবাহ ১০ জেলায়, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে; যা চলতি মৌসুমের সর্বনিম্ন। অর্থাৎ এই জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম শুক্রবার সকালে বলেন, “তেঁতুলিয়ায় এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আপাতত আর কমার সম্ভাবনা নেই সেখানে।“

আগামী দুইদিন দেশজুড়ে দিন-রাতের তাপমাত্রা বাড়ার আভাস দিয়ে শাহীনুল বলেন, “এরপর আবার তাপমাত্রা কমে আসতে পারে।"

আগের দিন তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা যদি ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে সেই স্থানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে; আর ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়।

১০ জেলায় শৈত্যপ্রবাহ
দেশের ১০টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলাগুলো হল-রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, মৌলভীবাজার।
অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এসব এলাকায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কিছুদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর, অন্যান্য স্থানে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারদেশের কোথাও-কোথাও মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে।

এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে; ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সম্পর্কিত বিষয়: