
আগামী শনিবারের পর তাপমাত্রা আবার কমতে পারে। সে সময় শৈত্যপ্রবাহও শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তাপমাত্রা আগামীকালও মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে, এমনটাই জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি আজ বলেন, তবে শনিবারের পর বা রোববার থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। সেই সময় মৃদু থেকে মাঝারি আকারের শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। ওই সময় দুই থেকে তিন দিন তাপমাত্রা কম থাকতে পারে।
রোববার থেকে শৈত্যপ্রবাহ হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাবে সেটা একপ্রকার নিশ্চিত। তবে শৈত্যপ্রবাহ হবে কি না, তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে। তাপমাত্রা কমে আসতে শুরু করলে তা মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহের দিকে চলে যেতে পারে।
কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়।